দেশজুড়ে

গাজীপুরে পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

  প্রতিনিধি ৭ জুন ২০২০ , ৩:৫৪:৫১ প্রিন্ট সংস্করণ

গাজীপুর প্রতিনিধি: চামড়া শিল্পের উন্নয়নে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে কোরবানির পশু জবাই, চামড়া সংগ্রহ ও সংরক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা প্রাণিসম্পদ অফিসের সভা কক্ষে ডা: মো: সেলিম উল্লাহ’র সভাপতিত্বে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

পশু জবাই ও চামড়া ছাড়ানোর সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ, স্থানিয় চামড়া ক্রয় বা সংগ্রহে জড়িত ব্যবসায়ী, মাদ্রাসা বা এতিমখানার প্রতিনিধি এবং মৌসুমী ব্যবসায়ীদের পশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ সভায় বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দীপক রঞ্জণ রায়, ডা. লুৎফর রহমান ও গাজীপুর সিটি প্রেসক্লাবের সভাপতি মঞ্জুর হোসেন মিলন প্রমূখ।

প্রশিক্ষণ কর্মশালায় কোরবানির ঈদে জবাইকৃত পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণে মসজিদের ইমাম, সাংবাদিক ও মৌসুমী ব্যবসায়ীরা অংশ নেন।

 

আরও খবর

Sponsered content

Powered by