ঢাকা

গোপালগঞ্জে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস -২০২২ পালিত

  প্রতিনিধি ৫ জুন ২০২২ , ৭:৪৮:৩১ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

“শেখ হাসিনার বাংলাদেশ– পরিচ্ছন্ন পরিবেশ” -এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২২ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার (৫ জুন) সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

পরে জেলা প্রশাসক শাহিদা সুলতানা শহরের ১০১ নং উত্তর গোপালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে কোমলমতি শিক্ষার্থীদের সাথে নিয়ে পরিবেশবান্ধব একটি ফলজ গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. রাশেদুর রহমান, উত্তর গোপালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নব খানম সহ শিক্ষা প্রতিষ্ঠান অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by