ঢাকা

গোপালগঞ্জে নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত 

  প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২২ , ৭:১১:২০ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২২ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৯ টায় গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ সংলগ্ন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে গোপালগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এ সময় গোপালগঞ্জ জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল সকল শহীদের প্রতি গার্ড অফ ওনার প্রদান করেন। পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে সদর উপজেলা পরিষদের মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মুন্সী আতিয়ার রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জাকির হোসেন, সাবেক জেলা কমান্ডার বদরুদ্দোজা বদর, বীর মুক্তিযোদ্ধা কমরেড আবু হোসেন প্রমুখ।

এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেব প্রসাদ পাল,
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাশেদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ম্যাজিস্ট্রেট মোছাঃ নাজমুন নাহার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. গোলাম কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদ মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভার শুরুতে আমন্ত্রিত অতিথিগণ সকল শহীদের প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিটের নিরবতা পালন করেন।

আরও খবর

Sponsered content

Powered by