ঢাকা

গোপালগঞ্জে হত্যাকারীর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

  প্রতিনিধি ৩১ মার্চ ২০২১ , ৮:৩৮:২৩ প্রিন্ট সংস্করণ

রেদওয়ানা ইসলামকে হত্যাকারীর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন পালন করেছে গোপালগঞ্জ শিল্পকলা একাডেমি

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার খন্দকার রেদওয়ানা ইসলামকে হত্যাকারীর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন পালন করেছে গোপালগঞ্জ শিল্পকলা একাডেমি।

বুধবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এহিয়া খালেদ সাদি, জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ, বঙ্গবন্ধু সাংষ্কৃতিক জোটের সভাপতি গাজী মোস্তাফিজুর রহমান দিপু, সাধারণ সম্পাদক এ্যাড. মাহবুবুর রহমান, সঙ্গীত বিভাগের প্রশিক্ষক শাহনাজ রেজা এ্যানী সহ জেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, প্রশিক্ষক, কর্মচারী, বিভিন্ন সাংষ্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।

 

বক্তারা বলেন, রেদওয়ানা ইসলামের হত্যাকারীকে গ্রেফতারের পাশাপামি দেশের শিল্পচর্চা অব্যহত রাখতে এবং অফিসারদের নিরাপত্তা ও চাকুরীর সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা, যাতে ভবিষ্যতে এ ধরনের দুঃসাহসিক অপকর্ম করার কেউ সাহস না করে।

 

উল্লেখ্য, গত ২৭ মার্চ টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার খন্দকার রেদওয়ানা ইসলামকে টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী হাসপাতালের কেবিনে নির্মমভাবে হত্যার শিকার হন।

 

এ ঘটনায় সিসি ফুটেজ দেখে নিহত রেদওয়ানা ইসলামের স্বামী মোঃ দেলোয়ার হোসেন মিজানকে (পলাতক) আসামী করে নিহতের ছোট ভাই ঐ দিন রাতে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন।

আরও খবর

Sponsered content

Powered by