দেশজুড়ে

চট্টগ্রামের রাউজানে এক হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  প্রতিনিধি ১৭ আগস্ট ২০২১ , ৯:০৪:২৯ প্রিন্ট সংস্করণ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের রাউজান উপজেলার ১ নং হলদিয়া ইউনিয়নের ইয়াছিননগর এলাকায় এক হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৭ আগস্ট মঙ্গলবার রাউজান উপজেলা চেয়ারম্যানের বাসভবন চত্বরে ভার্চুয়ালি যোগ দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন রাউজানের সাংসদ, রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী।
এ সময় তিনি বলেন, করোনাকালীন সময়ে আমরা চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়াতে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সব সময় জনগণের কল্যাণে কাজ করে যাব।
রাউজান উপজেলা চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল বলেন, রাউজানের সাংসদের নির্দেশনায় আমরা রাউজানে যাতে কোনো পরিবার করোনাকালীন সময়ে কষ্টে দিনাতিপাত করতে না হয় সে লক্ষ্যে কাজ করছি। মানবিক উদ্যোগে আমাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়েছেন চট্টগ্রামের একটি স্বনামখ্যাত শিল্প গ্রুপ।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন হলদিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুছ মাষ্টার, আ.লীগ নেতা এস এম বাবর, আলহাজ্ব মাহবুবুল আলম, রুনু ভট্টচার্য্য, ডাক্তার নুরুল আলম, মেম্বার শামসুল আলম, মুহাম্মদ আলী, সরোয়ার উদ্দিন, শম্বু মজুমদার, শাহাজাহান, সবুজ বড়ুয়া, মুহাম্মদ তৈয়ব, মুহাম্মদ তহিদ, নাসির সিকদার, যুবলীগ নেতা তসলিম উদ্দিন, মুহাম্মদ ওসমান, লোকমান, নাসির, ছাত্রলীগ নেতা মুহাম্মদ জাবেদ প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by