চট্টগ্রাম

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন উদ্বোধন

  প্রতিনিধি ১২ ডিসেম্বর ২০২৩ , ৫:১২:৪৭ প্রিন্ট সংস্করণ

ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম নগরীতে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে নগরের নাজমাঈ ডেমিরেল চসিকের দাতব্য চিকিৎসালয় মিলনায়তনে শিশুদের নিজ হাতে টিকা খাওয়ান তিনি।

এসময় মেয়র বলেন, এ বছর আমাদের লক্ষ্য ৫ লাখ ৪১ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো। সারাদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১ হাজার ৩২১টি কেন্দ্রে ক্যাপসুল খাওয়াব আমরা। লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনে ক্যাম্পেইন চলাকালে যেসব শিশু বাদ যাবে তাদের পরবর্তীতে শুধু চসিক স্বাস্থ্য বিভাগের উদ্যোগে নিজস্ব ব্যবস্থাপনায় চসিক স্বাস্থ্য বিভাগ পরিচালিত দাতব্য চিকিৎসালয়, নগর স্বাস্থ্য কেন্দ্র ও ইপিআই কেন্দ্রগুলোতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এসময় আরও বক্তব্য দেন চসিক সচিব খালেদ মাহমুদ, স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও কাউন্সিলর জহর লাল হাজারি, সদস্য ও কাউন্সিলর আবদুস সালাম মাসুম, নূর মোস্তফা টিনু, রুমকি সেনগুপ্ত এবং চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমাম হোসেন রানা।

আরও খবর

Sponsered content

Powered by