ময়মনসিংহ

ধোবাউড়ায় স্বপ্নের ঘর পেয়ে মাথা গোঁজার ঠাই হচ্ছে অসহায় গৃহহীনদের, প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা

  প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২১ , ২:৩১:৩২ প্রিন্ট সংস্করণ

ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধিঃ

মুজিববর্ষে নতুন ঘর পেয়ে মাথা গোঁজার ঠাই হচ্ছে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার অসহায় গৃহহীন ৪৫ টি পরিবারের। উপজেলায় যাদের জমি এবং ঘর নেই প্রশাসনের তত্বাবধানে তাদেরকে এসব ঘর দেওয়া হচ্ছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার বিভিণ্ন ইউনিয়নে সরেজমিনে তদন্ত করে গোয়াতলা,মান্দালিয়া,গোসাইপুরসহ বিভিণ্ন এলাকায় ৪৫ টি অসহায় গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে।ঘরের কাজ প্রায় শেষ। ইটের দেওয়াল, কংক্রিটের মেঝে এবং টিনের ছাউনি দিয়ে তৈরি এসব সেমিপাকা ঘরে দুইটি শয়নকক্ষ, একটি খোলা বারান্দা, একটি রান্না ঘর এবং একটি শৌচাগার রয়েছে।আগামী ২০ জানুয়ারী প্রধানমন্ত্রী সারাদেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর উদ্বোধন করবেন।গোয়াতলা গ্রামের রাবেয়া আক্তার নিজের জায়গা জমি না থাকায় ইউপি চেয়ারম্যানের জায়গায় কোনমতে বসবাস করতেন। তিনি জানান,জীবনে কখনো ভাবিনী এমন পাকা ঘরে বসবাস করতে পারবো। সবুজা খাতুন অন্যের জায়গায় একটি টিনের চালায় বসবাস করতো। বৃষ্ঠিতে ঘরে পানি পড়তো,তাই অনেক কষ্টে জীবন যাপন করতে হয়েছে।মুর্শিদা আক্তার স্বপ্নের পাকা ঘর পেয়ে অনেক খুশি। তিনি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান জানান,মাননীয় প্রধানন্ত্রীর চমৎকার একটি উদ্যোগ গৃহহীণদের ঘর নির্মাণ,আমরা চেষ্টা করেছি সরেজমিনে গিয়ে যারা প্রাপ্ত তাদেরকে ঘর নির্মাণ করে দেওয়া।

আরও খবর

Sponsered content

Powered by