দেশজুড়ে

চাটমোহরে নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে ধ্বংস

  প্রতিনিধি ৭ জুন ২০২০ , ৭:৪৫:২৯ প্রিন্ট সংস্করণ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার সর্ববৃহৎ হাটে রোববার অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার রেলবাজার (অমৃতকুন্ডা) হাটে ভ্রাম্যম্যাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইকতেখারুল ইসলাম। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমানসহ মূলগ্রাম ইউনিয়ন তহশীলদার ও থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, সপ্তাহের রোববার চাটমোহর উপজেলার অন্যতম সর্ববৃহৎ হাটটি বসে রেলওয়ে স্টেশনের পাশে অমৃতকুন্ডায়। সেখানে বিপুল পরিমান অবৈধ কারেন্ট জাল বিক্রির খবর পেয়ে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় ৪ হাজার মিটার জাল জব্দ করা হয়। যার বাজার লক্ষাধিক টাকা। পরে জব্দকৃত জাল ফাঁকা স্থানে নিয়ে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানের খবর পেয়ে কারেন্ট জাল বিক্রেতারা পালিয়ে যায়।

আরও খবর

Sponsered content

Powered by