দেশজুড়ে

জাতীয় সাংবাদিক সংস্থা”র বাগেরহাট জেলা কমিটির স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২৪ , ৩:৩৮:৪৩ প্রিন্ট সংস্করণ

জাতীয় সাংবাদিক সংস্থা”র বাগেরহাট জেলা কমিটির স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাগেরহাটে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি প্রয়াত মোহাম্মদ আলতাফ হোসেনের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ১৬ নভেম্বর) সন্ধ্যায় বাগেরহাট পৌর শহরে সংগঠনের জেলা কমিটির অস্থায়ী কার্যালয় অনুষ্ঠিত স্মরণ সভা দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. মমিনুর রশিদ শাইন। উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোহাম্মদ কামরুল ইসলাম।

জাতীয় সাংবাদিক সংস্থা বাগেরহাট জেলা কমিটির সভাপতি এম  হেদায়েত হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি  মো. খাইরুল ইসলাম, যুগ্ন মহাসচিব মো. আব্দুল মজিদ, কাজী মাহমুদুল হাসান , সহকারী মহাসচিব আতিকুর রহমান আজাদ ,মো. হাসান সর্দার জুয়েল, সাংগঠনিক সচিব মোঃ রাসেল সরকার , অর্থ সচিব আবেদ আলী, জেলা কমিটির সাবেক সভাপতি ও উপদেষ্টা মোল্লা আব্দুর রব, সিনিয়র সহ-সভাপতি এস এম রাজ ,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল আমিন খান সুমন, সাংগঠনিক সম্পাদক সোহাগ হাওলাদার , অর্থ সম্পাদক আরিফ ঢালী,দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান, প্রচার সম্পাদক, নকিব মিজানুর রহমান ,সমাজকল্যন সম্পাদক হানিফ শিকদার প্রমুখ।  স্মরণ সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোহাম্মদ কামরুল ইসলাম।

আরও খবর

Sponsered content