রাজশাহী

ধুনটে গণহত্যা দিবস পালন

  প্রতিনিধি ৪ নভেম্বর ২০২১ , ৬:৫৭:১৮ প্রিন্ট সংস্করণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় শোকাবহ গণহত্যা দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে উপজেলার ২৮ জন মুক্তিযোদ্ধাকে একসাথে হত্যা করেছিল পাকসেনারা। বৃহস্পতিবার দিবসটি উপলক্ষ্যে শহীদদের গণকবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ধুনট উপজেলা পরিষদের ইছামতি হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা এসএম ফেরদৌস আলম, আজাহার আলী ভূইয়া, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম ও সহসভাপতি কলামিষ্ট রেজাউল হক মিন্টু।

Powered by