রংপুর

জোড়া লাগা জমজ দুই শিশুর চিকিৎসা হচ্ছে না অর্থের অভাবে

  প্রতিনিধি ৮ অক্টোবর ২০২০ , ৪:৪৩:২৮ প্রিন্ট সংস্করণ

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর জলঢাকায় জোড়া লাগা জমজ দুই শিশুর চিকিৎসা হচ্ছে না অর্থের অভাবে। সরেজমিনে গিয়ে জানা যায়, ২০১৯ সালের ১৫ এপ্রিল উপজেলার কৈমারি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যদুনাথ মধ্যপাড়ার দারিদ্র লাল মিয়া ও মুনফা বেগমের কোল জুড়ে জোড়া লাগা দুই কন্যা শিশুর জন্ম হয়। বর্তমানে শিশু দুটির বয়স ১৯ মাস। কোমড়ে জোড়া লাগা শিশু দুটির পিতা-মাতা তাদের আলাদা করতে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালেও অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেরে ফিরে আসেন বাড়িতে। শিশু দুটির চিকিৎসা করাতে না পরে চিন্তিত হয়ে পরেছে শিশুদের মা বাবা।

এ বিষয়ে শিশু দুটির পিতা লাল মিয়া জানান, তার সংসার চলে নদী ও বিলে মাছ ধরে তা বাজারে বিক্রি করে। তার পক্ষে শিশু দুটির চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব নয়। ডাক্তার জানিয়েছেন এ চিকিৎসায় খরচ হবে প্রায় ৬/৭ লক্ষ টাকা । এত টাকা পাবো কোথায়। এত টাকা যোগাড় করা অসম্ভব হয়ে পরেছে দরিদ্র পিতা- লাল মিয়া ও মা মনুফা বেগমের। সমাজের বিত্তবান ব্যাক্তি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানিয়েছেন তাদের জোড়া লাগা শিশু দুটির চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবার। সাহায্য সহযোগিতা পাঠানোর ঠিকানা লাল মিয়া মোবাইল ফোন বিকাশ নাম্বার ০১৭৩৩৯৩২৬০৬।

আরও খবর

Sponsered content

Powered by