খেলাধুলা

ওরা দাপট দেখিয়ে জিতেছে, এটা কোন ফ্লুক নয়: কাজী সালাউদ্দিন

  প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২২ , ৮:০১:১২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী দলকে চ্যাম্পিয়ন করতেই কাজ করছিলেন বলে দাবি করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সভাপতি কাজী সালাউদ্দিন। আজ মঙ্গলবার বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘আপনারা, আমরা, আমাদের দর্শক, খেলোয়াড়, সরকারের সমর্থন-সহায়তা সব মিলিয়েই তারা চ্যাম্পিয়ন হয়েছে। জাতি হিসেবেই আমরা এটা উদ্‌যাপন করব। আপনারা দেখেছেন, ওরা দাপট দেখিয়ে জিতেছে। এটা কোন ফ্লুক নয়।’

কাজী সালাউদ্দিন বলেন, ‘এই টিমকে চ্যাম্পিয়ন করার জন্য কাজ করছিলাম। তাদের দেখে বুঝেছিলাম, প্রতিভা আছে। বয়সভিত্তিক পর্যায়ে থেকে জাতীয় দলের জন্য তাদের প্রস্তুত করা হচ্ছিল। আমরা তাদের থাকা-খাওয়ার ব্যবস্থাও করেছি। তারা ২২-২৪ বছর বয়স  (অভিজ্ঞ) হলে চ্যাম্পিয়ন হবে এমন ধারণা ছিল। ওরা অনেক ভালো খেলোয়াড়। দুই বছর আগেই চ্যাম্পিয়ন হয়েছে।’

নেপাল জয় করে আসা বাংলাদেশ নারী ফুটবল দলকে বরণ করে নিতে বিমানবন্দরে যাবেন না বলে জানিয়েছেন কাজী সালাউদ্দিন। তিনি বলেন, ‘কাল (বুধবার) বিমানবন্দরে যাবে বাফুফের নির্বাহী কমিটি, ক্রীড়া প্রতিমন্ত্রী উনারা যাবেন দলকে রিসিভ করতে। আরও অনেকেই যাবে। আমি দলকে রিসিভ করব এখানে (বাফুফে কার্যালয়) ‘

তিনি বলেন, ‘কেন আমি সেখানে (বিমানবন্দরে) রিসিভ করব না, সেটা বলি। আমার খুব ইচ্ছা ছিল সেখানে যাওয়ার, চ্যাম্পিয়ন হয়ে কাপ নিয়ে আসছে প্রথমবার।’ আমি যদি ওখানে যাই, তাহলে আপনারা (সাংবাদিক) আমাকে নানা প্রশ্ন করবেন। তাতে হবে কি, আমাদের মেয়েরা যে লাইমলাইট পেত, সেটা ভাগ হয়ে যাবে। এটা মেয়েদের দিন। আমি চাই মেয়েরা এক্সক্লুসিভলি আপনাদের (মিডিয়া) আদরটা পায়, মিডিয়া কাভারেজটা পায়।’

আরও খবর

Sponsered content

Powered by