আবহাওয়া

বান্দরবানে বৃষ্টিপাত বাড়বে আগমী ৫ দিনে, পাহাড় ধ্বসের আশঙ্কা

  প্রতিনিধি ৫ আগস্ট ২০২৩ , ৬:৩৩:৪৩ প্রিন্ট সংস্করণ

বান্দরবানে বৃষ্টিপাত বাড়বে আগমী ৫ দিনে, পাহাড় ধ্বসের আশঙ্কা

বান্দরবানে টানা কয়েকদিনের বৃষ্টিপাতের প্রভাব পড়েছে জনজীবনে। বৃষ্টির পানিতে শহরের রাস্তার বিভিন্নস্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

সরজমিনে জেলা সদরের পৌরসভার কয়েকটি পাহাড় অধ্যুষিত এলাকা, বিশেষ করে ইসলামপুর, লাঙ্গিপাড়া,রুমা বাসস্ট্যান্ড সহ বেশ কিছু এলাকায় বসবাসকারী জনসাধারণ পাহাড় ধ্বসের ঝুঁকিতে আছে,বেশ কয়েকটি জায়গায় পাহাড়ে মাটি ভেঙ্গে পড়লেও বড় ধরনের কোন ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায় নি।

এদিকে প্রবল লাগাতার বৃষ্টিপাতের কারনে সাঙ্গু নদীর পানি অনেকটা বৃদ্ধি পেয়েছে, বৃষ্টিপাত বৃদ্ধি পেলে যেকোন সময় নদী নিকটবর্তী এলাকায় জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা আছে।

আবহাওয়া অধিদপ্তর,বান্দরবান কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমদাদুল হক জানান গত ২৪ ঘন্টা অর্থাৎ ৫ই আগস্ট সকাল ৯টা পর্যন্ত মোট ৫০ মিলি বৃষ্টি পাত রেকর্ড করা হয়েছে ।আগামী ৪৮ ঘন্টা চট্টগ্রাম বিভাগে তথা বান্দরবানের বিভিন্ন উপজেলায় অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।আগামী ৫দিনে বৃষ্টিপাত কিছুটা বৃদ্ধি পাওয়ায় পাহাড় ধসের সম্ভবনা অনেক বেশি।

বাদরবান সদর উপজলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার নার্গিস সুলতানা বলেন, প্রবল বর্ষণের কারনে শহরের বিভিন এলাকায় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে তাই ঝূকিপূর্ণ এলাকায় গিয়ে এলাকাবাসীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে। 

আরও খবর

Sponsered content

Powered by