দেশজুড়ে

ঝিনাইগাতীতে করোনা মোকাবিলায় খাদ্যসামগ্রী উপহার

  প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২০ , ৭:৫০:৩৪ প্রিন্ট সংস্করণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে করোনা মোকাবিলায়  খাদ্য সামগ্রী উপহার হিসাবে রাতের বেলায় বিতরণ করা হচ্ছে । উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ ও এসিল্যান্ড রাসেদুল হাসান এ খাদ্য সামগ্রী নিয়ে রাতে পাড়া মহল্লায় ও বাড়ি-বাড়ি যেয়ে করোনা ভাইরাস মোকাবিলায়  কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী নি¤œ আয়ের দরিদ্র, অসহায় ও ছিন্নমূল গ্রামের  পরিবারের মাঝে খাদ্যসামগ্রী উপহার হিসাবে বিতরণ করে আসছে। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল,আলু, পেঁয়াজ, লবন,  তৈল, উপহার হিসাবে নিয়ে  উপজেলার বিভিন্ন জায়গায় বিতরণ করা হচ্ছে। এ সময় কর্মহীন শ্রমজিবীরা বলেন এই ক্লান্তি লগে  সামর্থ অনুযায়ি সমাজে বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্যে সকলের প্রতি অনুরোধ জানান । সহকারী কমিশনার ভ’মি রাসেদুল হাসান বলেন মানুষ মানুষে জন্যে এই উপজেলায় কোন শিল্পকারখানা  না থাকায় ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় থেকে জীবন জিবিকা নির্বাহ করে থাকতো বেশীরভাগ মানুষ । করোনাভাইরাসের কারণে তারা বাড়িতে চলে আসছে ফলে মানুষ কর্মহীন হয়ে পড়ায় ত্রাণের চাহিদা বেড়েই চলছে । উপজেলার ইউএনও রুবেল মাহমুদ জানান সরকারের পাশাপাশি সমাজে বিত্তবানদের সাহায্যের হাত বাড়ানোর জন্যে দূর্যোগ মোকাবিলায় এগিয়ে আসার আহবান রেখে বলেন  উপজেলার ত্রাণ ও সহায়তার ব্যাপক চাহিদা দিন দিন বাড়ছে তাই সহযোগিতার জন্য ত্রাণ তহবিল সংগ্রহ করার লক্ষে ব্যাংক হিসাব খোলা হয়েছে । হিসাবের নাম করোনা তহবিল হিসাব নং ৬২০২৬০২০০০৬৫১ সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখা বিকাশ/নগদ – ০১৭১১-৮৭২২০২ এখানে সামর্থ্য অনুযায়ী মানবিক কারণে অর্থ পাঠানোর অনুরোধ করে মানুষের পাশে থাকার আহবান জানান । 
 

আরও খবর

Sponsered content

Powered by