বাংলাদেশ

টাকার ঘাটতিতে আমরা একটু অসুবিধার মাঝে আছি: পরিকল্পনামন্ত্রী

  প্রতিনিধি ১০ আগস্ট ২০২২ , ৩:০২:০৬ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

‘বৈশ্বিক সমস্যার কারণে আমরা একটু অসুবিধার মাঝে আছি। টাকার ঘাটতি পড়ে গেছে। আমাদের জন্য না, অন্যান্য দেশের মাতব্বরেরা লড়াই করছে। আর এটা আমাদের ওপর এসে পড়েছে। আমরা সবুর করে বসে আছি। বেশি হলে এক-দেড় মাস, সবকিছু ঠিক হয়ে যাবে। বলেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আজ মঙ্গলবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার এফআইডিবি হলে পরিকল্পনামন্ত্রীর স্বেচ্ছা তহবিল থেকে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

চলমান লোডশেডিংয়ের ব্যাপারে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমরা বিদ্যুৎ দিয়েছি ঘরে ঘরে। এখন একটু কম বিদ্যুৎ আসছে যা এক মাসের মধ্যে ঠিক হয়ে যাবে।’

বন্যাকবলিতদের উদ্দেশে এম এ মান্নান বলেন, ‘বন্যায় যাদের ক্ষতি হয়েছে তাদের কষ্ট দূর করার জন্য সরকার চেষ্টা করেছে, আরও করবে। সরকার আমাদের সাথে আছে। সরকার সহায়তা করছে, আরও করবে। আপনাদের কাছে অনুরোধ সরকারকে একটু সময় দিন।’

আগামী জাতীয় নির্বাচনে ভোট চেয়ে স্থানীয় এ সংসদ সদস্য বলেন, ‘আবার ভোট দেওয়ার সময় আসবে। মনে হলে ভোট দিবা, না দিলে নাই। আল্লাহ সাক্ষী, ন্যায় বিচারে ভোট দিবা, কে উপকার করছে তাকে ভোট দিবা। যে উপকার করছে না, তাকে ভোট দিবা না।’

এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ারুজ্জামান, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by