বাংলাদেশ

ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে ইঞ্জিনিয়ার আটক

  প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২২ , ৬:০১:০৫ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে অনলাইন টিকিটিং সার্ভিস সহজের সিস্টেম ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিমকে (রেজা) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এ ঘটনায় তাকে চাকরিচ্যুত করেছে সহজ কর্তৃপক্ষ। সহজ বাংলাদেশ রেলওয়ের টিকিট বিক্রয়কারী প্রতিষ্ঠান।

র‌্যাব-১-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন গতকাল বুধবার (২৭ এপ্রিল) রাতে রেজাউলের আটকের বিষয়টি নিশ্চিত করেন।

সহজ-সিনেসিস-ভিনসেন জেভি এই ঘটনার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে জানিয়েছে, রেজাউলের বিরুদ্ধে টিকিট কালোবাজারির মতো ঘৃণ্য অপরাধ এবং প্রতিষ্ঠানের মানহানির অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে। রেজাউল করিম কয়েক বছর ধরে রেলওয়ের টিকিট বিক্রয় পরিচালনার কাজে নিয়োজিত ছিলেন। রেল ব্যবস্থাপনার কাজ সুষ্ঠু ও অভিজ্ঞ কর্মী দ্বারা পরিচালনার জন্য সহজ-সিনেসিস-ভিনসেন জেভির মাধ্যমে চলতি বছরের ২১ মার্চ রেজাউলকে নিয়োগ দেওয়া হয়।

ভবিষ্যতে এমন কোনো ঘটনার পুনরাবৃত্তি হলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সহজ।

আরও খবর

Sponsered content

Powered by