চট্টগ্রাম

বাঁশখালীতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

  প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২৪ , ৭:১৪:২০ প্রিন্ট সংস্করণ

বাঁশখালীতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীতে ২০২৪-২০২৫ মৌসুমে আউশ ধানে উফশী জাতের বীজ ও রাসায়নিক সার ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষক-কৃষাণীদের মাঝে বৃহস্পতিবার বিকেলে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এদিন ২৫শত প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার দেওয়া হয়েছে।

উপজেলার পৌরসভাসহ ১৪টি ইউনিয়নের ২৫০০ শত প্রান্তিক কৃষকদের মধ্যে পাঁচ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিওপি সার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আকতার এর সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর সাংসদ মুজিবুর রহমান (সিআইপি)। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রেহেনা আক্তার কাজমি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ আবু সালেক।

আরও খবর

Sponsered content

Powered by