রাজশাহী

ট্রেন দুর্ঘটনা থেকে শত যাত্রীকে রক্ষা করা বুদ্ধিমত্তার স্বীকৃতি পেল সাজিদ

  প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২০ , ৪:২২:৫৮ প্রিন্ট সংস্করণ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

হঠাৎ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নিশ্চিত ট্রেন দুর্ঘটনার হাত থেকে শত শত যাত্রীকে রক্ষা করা সেই স্কুলছাত্র সাজিদকে পুরস্কৃত করা হয়। বুধবার উপজেলা পরিষদের পক্ষ থেকে অর্থ সাজিদ ও তার বাবা-মায়ের হাতে তুলে দেন পরিষদের চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন, উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসা. নূর-এ-শেফা।

গত রবিবার উপজেলার খাসবাগুরী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে কিশোর সাজিদ রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখতে পায় লাইন ভেঙে ফাঁক হয়ে গেছে। এসময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রæতযান ট্রেনটিও আসতে দেখে বিষয়টি তার মাকে বললে ছেলেকে লাল কাপড় উড়াতে বলে।

সাজিদের শরীরে থাকা লাল গেঞ্জিই বাঁশের মাথায় জড়িয়ে উড়াতে থাকে এবং ড্রাইভার ট্রেনটি থামিয়ে শত শত যাত্রীর প্রাণ রক্ষা করে। উপজেলা চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না বলেন, কিশোর সাজিদের বুদ্ধিমত্তায় ট্রেন দুর্ঘটনার কবল থেকে অনেক যাত্রীর প্রাণ রক্ষা পেয়েছে। এজন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে তাঁর হঠাৎ বুদ্ধি ও সাহসিকতাকে সম্মানিত করা হল।

আরও খবর

Sponsered content

Powered by