চট্টগ্রাম

ডেঙ্গু : চট্টগ্রামে একদিনে মৃত্যু ১, আক্রান্ত ১৩১

  প্রতিনিধি ৪ সেপ্টেম্বর ২০২৩ , ৩:২৩:৫৩ প্রিন্ট সংস্করণ

ডেঙ্গু : চট্টগ্রামে একদিনে মৃত্যু ১, আক্রান্ত ১৩১

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এসময়ে ভাইরাসজনিত এ রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৩১ জন। এতে করে জেলায় চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ২৬৬ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৫৫ জনে।

আজ সোমবার (৪ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হিসেবে হাসপাতালে ভর্তি রয়েছে ৩১৭ জন। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১১৫ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ২৭ জন এবং জেলার অন্য হাসপাতালগুলোতে ১৭৫ জন ভর্তি রয়েছেন। বছরের শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৯৪৯ জন।

আরও খবর

Sponsered content

Powered by