চট্টগ্রাম

চোরাকারবারিদের গুলিতে নিহত ডিজিএফআই কর্মকর্তার দাফন পাংশাতে সম্পন্ন

  প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২২ , ৮:৪৬:১৪ প্রিন্ট সংস্করণ

রতন মাহমুদ (পাংশা প্রতিনিধি):
বান্দরবন তুমব্রু সিমান্তে মাদক চোরাকারবাড়ীদের গুলিতে নিহত ডিজিএফআই কর্মকর্তা নিহত রেজওয়ান রুশদির মরদেহর দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার পাংশা মৈশালা চক্ষু হাসপাতাল চত্বরে তাকে সমাধিস্থ করা হয়।

এর আগে বেলা সোয়া তিনটার দিকে বাংলাদেশ এয়ার ফোর্স ৬৫০ হেলিকপ্টারে করে তার মরদেহ এনে পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে নামানো হয়। সেখানে বাংলাদেশ বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রিয় মর্জাদা (গার্ড অব অর্নার) প্রদান করেন। এ সময় জর্জ স্কুল মাঠে হাজারো মানুষের সমাগম ঘটে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তির সূত্রে জানা যায়, র‌্যাব ও ডিজিএফআই মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনাকালে সোমবার বান্দরবান জেলার তুমব্রু সীমান্ত এলাকায় মাদক চোরাকারবারিদের সঙ্গে সংঘর্ষ হয়।

সংঘর্ষ চলাকালে মাদক চোরাকারবারিদের গুলিতে ডিজিএফআইয়ের কর্মকর্তা রেজওয়ান রুশদি নিহত হন এবং র‍্যাবের এক সদস্য আহত হন।

নিহত রেজওয়ান রুশদি রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পুঁইজোর এলাকার ডাঃ আব্দুল মতিন এর ছেলে। ৫ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

আরও খবর

Sponsered content

Powered by