রংপুর

ডোমারে মরমী কন্ঠশিল্পী আব্বাস উদ্দীনের জন্মবার্ষিকী পালিত

  প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২১ , ৭:০৬:৫১ প্রিন্ট সংস্করণ

ডোমার (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডোমারে মরমী কন্ঠ শিল্পী আব্বাস উদ্দীনের ১০২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আব্বাস উদ্দীন সংগীত একাডেমীর আয়োজনে, মোতাহারুল হোসেন রফুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিনা শবনম। বিশেষ অতিথি ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার নুরননবী। এতে প্রধান আলোচক হিসেবে মরমী কন্ঠ শিল্পী আব্বাস উদ্দীনের পারিবারিক ও সাংস্কৃতিক জীবনের উপর বিষদ বর্ণনা তুলে ধরেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা ডা. মখদুম ই আজম মাশরাফী (তুতুল), নূরুল ইসলাম বিএসসি, প্রকৌশলী মঞ্জুর উল আলম, সংগঠক খালিদ মাহামুদ প্রমুখ।

 

আরও খবর

Sponsered content