আইন-আদালত

ড. ইউনূসের করা আবেদনের শুনানি বৃহস্পতিবার

  প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৩ , ৭:২১:৪৯ প্রিন্ট সংস্করণ

শ্রম আদালতের মামলা স্থগিত চেয়ে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের করা আবেদনের ওপর শুনানির জন্য আগামী ১৭ আগস্ট দিন ধার্য করেছেন চেম্বার আদালত।

এদিন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগে ৭ সদস্যের বেঞ্চে ইউনূসের করা আবেদনের ওপর শুনানি হবে।এক আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম রোববার এ আদেশ দেন।

এর আগে শ্রম আইন লঙ্ঘনের মামলা বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন ড. ইউনূস। গত ৮ আগস্ট শুনানি শেষে রিট আবেদনটি খারিজ করে দেন হাইকোর্ট। এরপর গত সপ্তাহে খারিজের রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করা হয়।

প্রসঙ্গত, চলতি বছরের ৬ জুন ড. ইউনূসসহ গ্রামীণ টেলিকমের চারজনের নামে অভিযোগ গঠনের মাধ্যমে শ্রম আইন লঙ্ঘনের মামলায় বিচার শুরুর আদেশ দেন ঢাকার শ্রম আদালত। এরপর গত ১৯ মে শ্রম আদালতের আদেশটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন ড. ইউনূস।

আরও খবর

Sponsered content

Powered by