চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরস্থ মাদারীপুর জেলা সমিতির ইফতার মাহফিল

  প্রতিনিধি ৩১ মার্চ ২০২৪ , ৭:২৫:৫৬ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম বন্দরস্থ মাদারীপুর জেলা সমিতির ইফতার মাহফিল

চট্টগ্রাম বন্দরস্থ মাদারীপুর জেলা সমিতির উদ্যোগে মাহে রমজান উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে মাদারীপুর জেলার বাসিন্দা এবং চট্টগ্রাম বন্দরে চাকরিরত কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেয়।

৩০ মার্চ (শনিবার) বিকেলে চট্টগ্রাম বন্দর বয়েজ স্কুল এন্ড ক্যাফেটেরিয়ায় এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও মো. জোবায়ের হোসেন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের হিসাব রক্ষণ কর্মকর্তা জাহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-কর কমিশনার এস. এম. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, সমিতির বন্দর শাখার যুগ্ম-সম্পাদক মো. তৌহিদুল ইসলাম, নির্বাহী সদস্য এবিএম মোশফিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সভায় চট্টগ্রাম বন্দরে মাদারীপুরের কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে সুদৃঢ় ঐক্যের মাধ্যমে সমিতির কার্যক্রম আরো বেগবান করার আশা ব্যক্ত করেন এবং চট্টগ্রাম বন্দর সচল রাখার জন্য দোয়া করেন।

দোয়া ও আলোচনা শেষে সমিতির সকল সদস্য ও তাদের পরিবারবর্গ একসাথে ইফতারে অংশ নেন।

Powered by