দেশজুড়ে

লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রে যুবকের হিট স্ট্রোক

  প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২৪ , ৫:৪১:৫৭ প্রিন্ট সংস্করণ

লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রে যুবকের হিট স্ট্রোক

তীব্র তাপ প্রবাহে লক্ষ্মীপুরে হিট স্ট্রোক করে হৃদয় নামের এক যুবক জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার  বেলা ১২টায় জেলা সদরের লাহারকান্দি ইউনিয়নের আবিরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে হঠাৎ ঘুরে পড়ে এ ঘটনা ঘটে। হৃদয় একই গ্রামের বাসিন্দা  হারুনুর রশিদের ছেলে। লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক একে আজাদ  জানান, হিট স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন হৃদয় তার চিকিৎসা চলছে। তাছাড়া তীব্র গরম এর প্রভাবে প্রতিদিন বহুরোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন বলে জানান তিনি।

এছাড়া তীব্র তাপদাহে অতিষ্ঠ এক বৃদ্ধা নারি ভোটার অচেতন হয়ে পড়েন পৃথক কেন্দ্রের বুথে। ভোট চলাকালিন দুপুর ২ টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার ১৫নং লাহারকান্দি ইউনিয়নের কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এ সময় ওই নারীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে  তাকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় কেন্দ্রে উপস্থিত ভোটারদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।

অচেতন হয়ে পড়া নারীর নাম পরিচয় জানা যায়নি। তবে তিনি কেন্দ্রের ১০ নং নারী বুথের সামনে ভোট দেওয়ার জন্য লাইনে অপেক্ষমান ছিলেন।

সরেজমিনে দেখা যায়, দুপুরে হঠাৎ কেন্দ্রে বুথের সামনে নারী ভোটারের লাইনে অচেতন হয়ে পড়ে ওই নারী। তার বয়স প্রায় ষাটোর্ধ। অচেতন হয়ে পড়ার পর তার নাকে-মুখে ফেনা ও পুরো শরীরে প্রচন্ড ঘাম পরিলক্ষিত হয়। ভোট দিতে তার সাথে কোন স্বজন এসেছে কিনা জানা যায়নি।

এ বিষয়ে প্রিজাইডিং কর্মকর্তা মো.কামরুল হাসান জানান, ভোট দিতে এসে এক বৃদ্ধা নারী অসুস্থ হয়ে পড়লে স্থানীয়দের সহযোগীতায় তাৎক্ষনিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে।

এদিকে উপজেলার ৫ টি ইউনিয়নের অনেকগুলো কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল থেকে ব্যাপক উৎসাহ-উদ্দিপনা নিয়ে লাইনে অপেক্ষমান ছিলেন পুরুষ ও নারী ভোটাররা। ভোটারের উপস্থিতিও ব্যাপক দেখা গেছে। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা বেশী পরিলক্ষিত হয়েছে।

তবে বেলা বাড়ার সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে তাপদাহ। সেই সাথে কমতে থাকে কেন্দ্রের সামনে লাইনে অপেক্ষমান ভোটারের সংখ্যা।

সরেজমিনে দেখা যায়, ভোটাররা কেন্দ্রের সামনে লাইন ছেড়ে দিয়ে বাইরে গাছের নীচে কিংবা ছায়াতলে অপেক্ষা করছেন। আবার অনেকেই বুথের ভেতরের কক্ষে জড়ো হয়ে অবস্থান নিয়েছেন ভোট প্রদান করতে।

ভোটাররা জানান, তীব্র তাপদাহে অতীষ্ঠ হয়ে ভোটাররা এদিক সেদিক চলে গেছে। কেউ কেউ বাড়ী ফিরে গেছে। তবে রোদের খরতাপকে উপেক্ষা করে অধিকাংশ ভোটার ভোট প্রয়োগ করতে কেন্দ্রের আশেপাশে অথবা লাইনে অপেক্ষমান রয়েছে। এর মধ্যে কেউ কেউ অসুস্থ হয়ে পড়ছেন।

প্রসঙ্গত: সীমানাজনিত মামলা জটিলতা শেষে,

দীর্ঘ ১৩ বছর পর জেলার সদর উপজেলার ২নং দক্ষিণ হামছাদি, ৩নং দালাল বাজার, ৬ নং বাঙ্গাখাঁ, ১৫ নং লাহারকান্দি ও ১৯ নং তেয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ফলে ভোটারদের মাঝে এ উৎসবের আমেজ বিরাজ করতে দেখা যায়। 

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৫টি ইউনিয়নের ৪৬টি কেন্দ্রে মোট এক লাখ ২২ হাজার ৯২৮ জন ভোটার। নির্বাচন সুষ্ঠু করার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে ১৭ জন আনসার সদস্য, একজন পুলিশের উপপরিদর্শক (এসআই) ও তিনজন কনস্টেবল মোতায়েন করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে দুটি করে স্টাইকিং ফোর্স, একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত রয়েছে। 

এছাড়া নির্বাচনী এলাকায় দুই প্লাটুন বিজিবি এবং র‍্যাবসহ প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন আছে।

আরও খবর

Sponsered content

Powered by