বাংলাদেশ

‘তারেক রহমানের সব মামলা আইনিভাবে মোকাবিলা করা হবে’

  প্রতিনিধি ৬ অক্টোবর ২০২৪ , ৩:৩০:৩২ প্রিন্ট সংস্করণ

‘তারেক রহমানের সব মামলা আইনিভাবে মোকাবিলা করা হবে’
ছবি: সংগৃহীত

বিএনপি’র আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানিয়েছেন, যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব মামলা মোকাবিলা করা হবে। আর তিনি যথাসময়েই দেশে আসার সিদ্ধান্ত নেবেন।  

তারেক রহমানের দেশে ফেরা ও মামলাগুলোর বিষয়ে জানতে চাইলে আজ রোববার (৬ অক্টোবর) তিনি সাংবাদিকদের এ কথা জানান। বিএনপি’র এই নেতা বলেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, তার প্রত্যেকটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মামলাগুলো আমরা মোকাবিলা করবো। কারণ, আইন-আদালত ও সংবিধানের প্রতি তারেক রহমান সর্বোচ্চ শ্রদ্ধাশীল ।’

আরও খবর

Sponsered content