বাংলাদেশ

অবস্থান চালিয়ে যাবার ঘোষণা মহিউদ্দীন রনির

  প্রতিনিধি ২০ জুলাই ২০২২ , ৫:২৯:৪৪ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

বাংলাদেশ রেলওয়ের অনিয়ম ও অব্যবস্থাপনার প্রতিবাদে কমলাপুর রেলওয়ে স্টেশনে অবস্থানকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনির অভিযোগের শুনানি করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বুধবার বেলা ১১টায় রাজধানীর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে রনির উপস্থিতিতে এই শুনানি হয়।

শুনানিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘রনির অভিযোগের পরিপ্রেক্ষিতে সহজ ডটকমের অবহেলা প্রমাণিত হয়েছে। এ কারণে সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

জরিমানার পুরো অর্থের ২৫ শতাংশ (৫০ হাজার টাকা) মহিউদ্দিন রনি পাবেন বলেও জানান তিনি। ১৩ দিন ধরে কমলাপুর রেলওয়ে স্টেশনে অবস্থান করে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন মহিউদ্দিন রনি।

শুনানিতে এসে মহিউদ্দিন রনি বলেন, ‘বাংলাদেশের প্রত্যেকটা সাধারণ মানুষ এই ঘটনার পর অন্তত আশ্বস্ত হতে পারবেন যে, ভোক্তা অধিদপ্তর পদক্ষেপ নেবে। আমার জেনারেশনের স্বাধীনতার একটি অন্যতম দ্বারপ্রান্ত খুলে গেল আজকে এই রায়ের মাধ্যমে। এখন আমার ৬ দফা দাবি জনগণের হয়ে গেছে। আজকে সহজ ডটকম ও বিকাশ ডটকম প্রস্তুতি নিয়ে আসছে, তাদের আইনজীবী ছিল, আমার কোনো আইনজীবী ছিল না, আমার ভোক্তা অধিকার ছিল। যে কাগজগুলো তারা দিয়েছেন, সেগুলো আমার জন্য ‘মিসাইল’। এগুলো আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নিয়ে যাব।’

রনি আরও বলেন, ‘আমি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। আজকে একটার রায় হয়েছে। বাকি আরও পাঁচটার রায় লাগবে আমার। রেলের অনিয়ম রেলওয়ের কর্তৃপক্ষ ও মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া এ সমস্যার সমাধান হবে না। এ সমস্যার সমাধান না করে আমি বাড়ি ফিরব না। আমি এখানে আসছি ৬ দফা দাবি নিয়ে। এখন এই ৬ দফা শুধু আমার একার নয়। এখন এই ৬ দফা সারা বাংলার মানুষের হয়ে ওঠেছে। ভোক্তা অধিদপ্তর আজকে যে রায় দিয়েছেন, সেটা আমার মাধ্যমে সারা দেশের মানুষের রায় দিয়েছেন। আমি আশা রাখি, আমি যেভাবে বিচার পেয়েছি সকল যাত্রী এভাবেই ন্যায্য বিচার পাবে।’

ঢাবি ছাত্র বলেন, ‘আমি এখানেই থেমে যাব না। সহজ ডটকম ও বিকাশ ডটকম যেভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তাতে সারা দেশের মানুষকে বলব আপনারাও আপনাদের অভিযোগগুলো নিয়ে আসেন। আমি বিচার পেয়েছি, আপনারা পাবেন আশা রাখি।’

তিনি বলেন, ‘আমি বুঝতে পারছি এই আন্দোলনের একটা “ভালো ভবিষ্যৎ” আছে। এখন শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর আশ্বাসের অপেক্ষায় আছি। প্রধানমন্ত্রী এখন পর্যন্ত যা বলেছেন তা হয়েছে। প্রধানমন্ত্রীর আশ্বাসে দক্ষিণে পদ্মা সেতু হয়েছে। আমি এখন চাইছি, উত্তরবঙ্গের মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ৫০ বছরের ইতিহাসে যে কালো দাগ আছে, সেটা উনি আশ্বাস দিলে আমরা সবাই মিলে মেটাব।’

আরও খবর

Sponsered content

Powered by