বাংলাদেশ

তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শ্যামলীতে পুলিশের গাড়ি ভাঙচুর

  প্রতিনিধি ৬ আগস্ট ২০২২ , ৪:৩৩:৩৬ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচি থেকে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।

শনিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর শ্যামলীতে ব্যানারবিহীন একটি মিছিল থেকে গাড়ি ভাঙচুর চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্যামলী থেকে শতাধিক মানুষের একটি বিক্ষোভ মিছিল সোহরাওয়ার্দী হাসপাতালের দিকে যাচ্ছিল। পথে শ্যামলী শিশু মেলার সামনে রাখা পুলিশের একটি টহল ভ্যানে ভাঙচুর চালান বিক্ষোভকারীরা। এ সময় তারা গাড়ির সামনের গ্লাস ভেঙে ফেলেন।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন,  তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে দুপুরে শ্যামলী থেকে শতাধিক লোক একটি বিক্ষোভ মিছিল বের করে। ওই মিছিল থেকে হঠাৎ করে পুলিশের একটি গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়। তবে কারা এই বিক্ষোভ কর্মসূচি আয়োজন করেছিল সে বিষয়ে কোনো কিছু জানা যায়নি।

এর আগে শুক্রবার (৫ আগস্ট) এক প্রজ্ঞাপনে দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। দাম বাড়ার ফলে প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও প্রতি লিটার পেট্রল ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। আগে ভোক্তা পর্যায়ে খুচরা তেলের দাম ছিল প্রতি লিটার ডিজেল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা ও পেট্রল ৮৬ টাকা।

আরও খবর

Sponsered content

Powered by