দেশজুড়ে

থালা হাতে মার্কেটের সামনে দোকানিরা

  প্রতিনিধি ৮ জুলাই ২০২১ , ৭:১৪:৫৭ প্রিন্ট সংস্করণ

থালা হাতে রাজশাহীর আরডিএ মার্কেটের সামনে অবস্থান নিয়েছেন দোকানিরা। চলমান লকডাউন তুলে দোকানপাট খুলে দেওয়ার দাবিতে বৃহস্পতিবার (০৮ জুলাই) বেলা ১১টা থেকে তারা এ কর্মসূচি শুরু করেন।

এর আগে একই দাবিতে বুধবার (০৭ এপ্রিল) রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের পক্ষ থেকে সিটি মেয়র, বিভাগীয় কমিশনার এবং  জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

 

ব্যবসায়ীরা বলছেন, দেশজুড়ে চলা কঠোর লকডাউনের আগে ১১ জুন থেকেই রাজশাহীতে জোনভিত্তিক লকডাউন ছিল ৩০ জুন পর্যন্ত। এরপর কঠোর লকডাউন শুরু হয়। ফলে দীর্ঘদিন ধরেই বন্ধ এখানকার দোকানপাট। দোকানি ও তাদের কর্মচারীরা কাজ হারিয়ে ঘরবন্দি। অনেকের ঘরে খাবার নেই। পরিবার-পরিজন নিয়ে অভুক্ত রয়েছেন অনেকেই।

রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক এবিএম মনোয়ার মুনতাজ জানান, টানা দোকানপাট বন্ধ থাকায় আয় রোজগার বন্ধ হয়ে গেছে। পরিবার-পরিজন নিয়ে ব্যবসায়ীরা মানবেতর জীবনযাপন করছেন। তারা তিন বেলা নয়, অন্তত দু বেলা হলেও খাবারের নিশ্চয়তা চান। বুধবার তারা সংশ্লিষ্ট দফতরগুলোতে স্মারকলিপি দিয়েছেন। তারা খাবার চান, নয়তো দোকানপাঠ খুলতে চান। তা না হলে করোনায় নয়, তারা না খেয়ে মারা যাবেন।

তিনি আরও জানান, এখানে ব্যবসা মূলত ঈদ কেন্দ্রিক। গত ঈদুল ফিতরের আগেও টানা লকডাউনে তারা ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন। আসছে ঈদুল আজহার আগে দোকানপাট খোলা হলে ক্ষতি কিছুটা কাটিয়ে উঠতে পারবেন।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন জানান, ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে মার্কেটের ভেতরে কর্মসূচি পালনের পরামর্শ দেওয়া হয়েছে। তারা সেটি মেনেই কর্মসূচি পালন করছেন। ব্যবাসয়ীরা যাতে নির্দেশনা মেনে রাস্তায় নামেন সেটি নিশ্চিত করছে পুলিশ।

আরও খবর

Sponsered content

Powered by