রংপুর

দিনাজপুরে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

  প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২২ , ৮:৩৩:২১ প্রিন্ট সংস্করণ

দিনাজপুর প্রতিনিধি : মঙ্গলবার দিনাজপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপকারভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিস চত্বরে উপকারভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের (দিনাজপুর-ঠাকুরগাও-পঞ্চগড়) অতিরিক্ত পরিচালক কৃষিবিদ প্রদ্বীপ কুমার গুহ।

এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. নুরুজ্জামান, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা এএসএম সাইফুল ইসলাম, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. রফিকুজ্জামান, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. গোলাম মোস্তফা প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by