বিজ্ঞান ও প্রযুক্তি

গুগল-ফেসবুক আসতে পারে করের আওতায়

  প্রতিনিধি ৯ জুন ২০২২ , ৬:১৭:০৬ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

২০২১-২০২২ অর্থবছর পর্যন্ত দেশে কার্যালয় নেই এমন অনাবাসিক প্রতিষ্ঠানকে এনবিআর আয়কর রিটার্ন দাখিল থেকে অব্যাহতি দিলেও আগামী ১ জুলাই থেকে এতে পরিবর্তন আসতে পারে।

বাংলাদেশে সরাসরি কার্যালয় নেই, কিন্তু কার্যক্রম আছে আগামী অর্থবছর থেকে এ ধরনের প্রতিষ্ঠানকে আয়কর রিটার্ন জমা দিতে হবে। ফলে গুগল ও ফেসবুকের মতো গ্লোবাল টেক জায়ান্টগুলো আগামী অর্থবছর থেকে করের আওতায় আসতে পারে।

বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কথা উল্লেখ করেন।

প্রস্তাবিত বাজেটে আ হ ম মুস্তফা কামাল জানান, ২০২১-২০২২ অর্থবছর পর্যন্ত দেশে কার্যালয় নেই এমন অনাবাসিক প্রতিষ্ঠানকে আয়কর রিটার্ন দাখিল থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কিন্তু আগামী অর্থবছর অর্থাৎ ১ জুলাই থেকে এটি পরিবর্তিত হতে পারে।

অর্থমন্ত্রী জানান, ডিজিটাল সেবাদানকারী প্রতিষ্ঠান থেকে কর সংগ্রহের পরিকল্পনার অংশ হিসেবে এ ছাড় প্রত্যাহার করা হবে বলে আশা করা হচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশে কার্যালয় নেই কিন্তু সেবা দিয়ে আসছে এমন ডিজিটাল বহুজাতিক কোম্পানিগুলোকে আয়ের বিবরণী জমা দিতে হবে বলে জানান অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

আরও খবর

Sponsered content

Powered by