প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:০০:১০ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডস্থ ‘দক্ষিণ হাশিমপুর গুল মেহের সুন্নিয়া মাদ্রাসা’র প্রথম সালানা জলসা ও পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার খতমে কুরআন, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
হাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজ উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা মুহাম্মদ জাগির হোসাইনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন- চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কোরবানিগঞ্জ বলুয়াদীঘির পাড় ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম সওদাগর।
উদ্বোধক ছিলেন- হাশিমপুর ভান্ডারি পাড়া একতা সংগঠন সভাপতি আব্দুল হামিদ খান ভাষানি। প্রধান বক্তা ছিলেন- কেপিডিএল বিল্ডার্স লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর আহমদ কবির হিরু।
বিশেষ অতিথি ছিলেন- মাওলানা ওসমান, মোহাম্মদ দেলোয়ার হোসেন, নুরুল আলম, মাওলানা শফিকুল ইসলাম, হাফেজ কুতুব উদ্দীন।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ৫৮জন শিক্ষার্থীকে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।