দেশজুড়ে

খানসামায় নীড়ের উদ্যোগে স্যানিটারি ল্যাট্রিন উদ্বোধন

  প্রতিনিধি ৪ জুন ২০২০ , ৮:২৫:১০ প্রিন্ট সংস্করণ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় বেসরকারি সংস্থা ন্যাশনাল ইপ্রুভমেন্ট রুট (নীড়) এর উদ্যোগে ২৬টি হতদরিদ্র পরিবারে নির্মিত স্যানিটারী ল্যাট্রিন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পশ্চিম হাসিমপুর গ্রামে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে বেসরকারি সংস্থা নীড়ের বাস্তবায়নে ২০১৯-২০ অর্থ বছরের বিশেষ বরাদ্দে স্বাস্থ্যসম্মত টয়লেট প্রকল্পের আওতায় এসব স্যানিটারি ল্যাট্রিন উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর খানসামা উপজেলা কার্যালয়ের সহকারী প্রোগ্রামার মো. মিজানুর রহমান, ন্যাশনাল ইপ্রুভমেন্ট রুট (নীড়) এর নির্বাহী পরিচালক ও গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান মো. আইনুল হক শাহ, সভাপতি বাবু অনন্ত কুমার রায় প্রমুখ।
ন্যাশনাল ইপ্রুভমেন্ট রুট (নীড়) এর নির্বাহী পরিচালক মো. আইনুল হক শাহ জানান, ২০০১ সালের ১ জুলাই হতে ন্যাশনাল ইপ্রুভমেন্ট রুট (নীড়) দিনাজপুরের বিভিন্ন উপজেলায় গরীব ও অসহায় মানুষদের স্বাবলম্বী করতে গবাদিপশু বিতরণ, দুর্যোগে সহায়তা, শীতবস্ত্র, ল্যাটিন ও টিউবওয়েল বিতরণ, হোমিওপ্যাথিক চিকিৎসা প্রদান ও সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন ধরনের সামাজিক কর্মকান্ড করে আসছে। আগামীতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content

Powered by