রংপুর

দিনাজপুরে ফুটপাতে অবাধে বিক্রি হচ্ছে করোনাকালীন নকল উপকরণ

  প্রতিনিধি ১২ জুলাই ২০২০ , ৫:৫১:৪৬ প্রিন্ট সংস্করণ

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে নকল মাস্ক, স্যানিটাইজার, হ্যান্ড গেøাভসসহ বিভিন্ন উপকরণ এখন রাস্তাঘাটে বিক্রি হচ্ছে। প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগ এ ব্যাপারে সম্পূর্ণ নির্বাক। ফলে ব্যবসায়ীরা উৎপাহিত হয়ে অবাধে এসব নকল উপকরণ বিক্রি করছে এই প্রাণঘাতী করোনাকালে। জানা গেছে, শহরের বাহাদুর বাজার, নিমতলা, জেলখানা মোড়, লিলি মোড়, মডার্ণ মোড়সহ শহরের যত্রতত্র বিক্রি হচ্ছে এসব উপকরণ। শহরের ফুটপাতে টেবিল-চেয়ার নিয়ে যেসব মাস্ক, স্যানিটাইজার, হ্যান্ড গেøাভস কিংবা অন্যান্য উপকরণ পাওয়া যায় তা প্রতিষ্ঠিত বিভিন্ন কোম্পানীর নামে বিক্রি হলেও এসব প্রকৃতপক্ষে ওই সমস্ত উপকরণ ফুটপাতে বিক্রি যোগ্য নয়। ক্রেতারা এসব কিনে প্রতারিত হচ্ছে।
খোঁজ নিয়ে গেছে, শহরে ভেটেনারীসহ লাইসেন্সপ্রাপ্ত এলোপ্যাথি ওষুধের দোকানের সংখ্যা প্রায় ২ হাজার ৫শ’র মত। এ সমস্ত দোকানের অধিকাংশেই প্রতিষ্ঠিত কোম্পানীর করোনা ভাইরাসের উপকরণ সমূহ পাওয়া গেলেও ফুটপাতের ওই সব দোকানে প্রতিষ্ঠিত কোন কোম্পানীর কোন বালাই নেই।

আরও খবর

Sponsered content