রংপুর

দিনাজপুর জেলা ইমাম সম্মেলনের উদ্বোধন

  প্রতিনিধি ১৬ জুন ২০২২ , ৭:২৪:৫০ প্রিন্ট সংস্করণ

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেছেন, ইসলামের মানবতাবোধ আছে বলেই জঙ্গীবাদ সন্ত্রাসবাদ প্রতিরোধ করা সম্ভব হয়েছে। ইমাম সাহেবরা হচ্ছেন সমাজের ধর্মীয় নেতা। এখনও তাদের গ্রহণযোগ্যতা সমাজে প্রচুর রয়েছে। দ্বীনি ইসলামের পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়নে ইমামদের সম্পৃক্ত করাই হচ্ছে আজকের এই ইমাম সম্মেলন। বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয় আয়োজিত ২০২১-২০২২ অর্থ বছরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে ইসলামিক ফাউন্ডেশন নিজস্ব মিলনায়তনে জেলা পর্যায় ইমাম সম্মেলনের উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইমাম প্রশিক্ষণ একাডেমি দিনাজপুরের উপ-পরিচালক মো. আলমগীর হায়দার ও জেলা ইমাম সমিতি দিনাজপুরের সভাপতি মো. মতিউর রহমান কাসেমী। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুরের ফিল্ড সুপার ভাইজার শাহ আনিছুর রহমান।

সঞ্চালকের দায়িত্ব পালন করেন ফিল্ড সুপারভাইজার মোঃ শহিদুল্লাহ। শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী ২০২১-২০২২ জেলা পর্যায় ৩ জন শ্রেষ্ঠ ইমামের নাম ঘোষণা করেন। তারা হলেন- বিরল মডেল মসজিদের ইমাম মো. আনসারুল ইসলাম, ২য়- হাটুয়া জামে মসজিদ কাহারোলের ইমাম মো. মাইনুল ইসলাম ও ৩য়- নবাবগঞ্জ কুচদহ ছড়ান জামে মসজিদের ইমাম মো. জাহাঙ্গীর আলম।

আরও খবর

Sponsered content

Powered by