রংপুর

দ্বিতীয় ধাপে দিনাজপুর জেলার ৪টি উপজেলায় মনোনয়নপত্র জমা

  প্রতিনিধি ২২ এপ্রিল ২০২৪ , ৩:১৪:২৬ প্রিন্ট সংস্করণ

দ্বিতীয় ধাপে দিনাজপুর জেলার ৪টি উপজেলায় মনোনয়নপত্র জমা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে দিনাজপুর জেলার ৪টি উপজেলায় চেয়ারম্যান পদে ২০ জন, ভাইস চেয়ারম্যান পদে ২১ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে শুধুমাত্র একটি উপজেলায় বিএনপি’র একজন নেতা মনোনয়নপত্র জমা দিলেও প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নেতারা।

দ্বিতীয় ধাপের এই নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের ২১ এপ্রিল ছিল শেষ দিন। মনোনয়নপত্র বাছাই আগামী ২৩ এপ্রিল, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২৪ থেকে ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ আগামী ২ মে এবং ভোট গ্রহণ আগামী ২১ মে মঙ্গলবার সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত।

আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট: বীরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৬জন মনোনয়ন দাখিল করেন। ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনের মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে দিনাজপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য আবু হুসাইন বিপু, উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ মো. মনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওয়াহেদুজ্জামান, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম (রিজু), শতগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কে.এম কুতুব উদ্দিন মনোনয়নপত্র দাখিল করেছেন।

ভাইস-চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মো. মোনায়েম খান, পরিমল কুমার রায়, মো. রশিদুল ইসলাম, মো. মামুনুর রহমান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আয়শা আক্তার বৃষ্টি, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. শাহানাজ পারভীন, অনিতা রায়। কাহারোল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন, তারা হলেন-দিনাজপুর জেলা কৃষকলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গোপেশ চন্দ্র রায়, উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বরদা ভূষণ রায় লিটন, কাহারোল উপজেলা মহিলা সাধারণ সম্পাদক স্মৃতি রানী রায়, বাংলাদেশ আওয়ামী লীগ কাহারোল উপজেলা শাখার সভাপতি একেএম ফারুক, সাবেক জেলা পরিষদ সদস্য আরমান সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ কাহারোল উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা হোসেন আলম ও পারভেজ হোসেন শাহ্।

ভাইস চেয়ারম্যান রঘুনাথ চন্দ্র রায়, মাজেদুর রহমান খোকন, মো. আবুল কালাম আজাদ, মো. সফিকুল ইসলাম, মো. ইসমাইল হোসেন ও মো. আবু রায়হান। মহিলা ভাইস চেয়ারম্যান হলেন মৌসুমী আক্তার, ডোলোমনি রায় ও রাবেয়া পারভীন। বোচাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন-বর্তমান চেয়ারম্যান কেন্দ্রীয় জাতীয় পার্টির নেতা এ্যাড : মো. জুলফিকার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফছার আলী ও প্রাক্তন চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ঈগলু।

ভাইস চেয়ারম্যান পদে মো. সাকিউজ্জামান বাপ্পী, মুহা. রেদওয়ানুল কারিম রাবিদ, বীর ভদ্র রায়, মো. জুলফিকার আলী ভুট্টু, মো. নুর আলম, প্রবীর কুমার রায়, মো. হুসেন মোল্ল, মো. শাহনুর সেলিম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে পুতুল রানী রায়, লায়লা মোত্তালেব ও আফরোজা বেগম অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করেন। বিরল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন-বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, উপজেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আজম এবং উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. সুধীর চন্দ্র শীল।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন-শহরগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শহরগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ ৫ নং বিরল ইউনিয়ন শাখার সভাপতি মো. আমিনুল ইসলাম ও বাংলাদেশ আওয়ামী লীগ কাঞ্চন মোড় আঞ্চলিক কমিটির সভাপতি আব্দুল হালিম।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফিরোজা বেগম সোনা, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ বিরল উপজেলা শাখার দপ্তর সম্পাদক মোছা. সুলতানা ইয়াসমিন রুমন, ১০ নং রাণীপুকুর ইউনিয়নের সাবেক সংরক্ষিত সদস্য মোছা. তছলিমা বেগম।

আরও খবর

Sponsered content

Powered by