বাংলাদেশ

দুর্নীতিবাজদের বিরুদ্ধে আরো শক্ত অভিযান : দুদক চেয়ারম্যান

  প্রতিনিধি ১০ জুলাই ২০২০ , ৭:৫৪:২৭ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্কঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দেশের চিহ্নিত দুর্নীতিবাজদের বিরুদ্ধে আরো জোরদার অভিযান চালানো হবে। দেশ ও জনগণের কল্যাণেই দুর্নীতিবাজদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

শুক্রবার রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত পূর্ণাঙ্গ কমিশনের এক ভার্চুয়াল সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সভার দুদক কর্মকর্তাদের উদ্দেশে দুদক চেয়ারম্যান বলেন, দুদকের ১৮ জনের বেশি কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। দুজন কর্মকর্তা মৃত্যুবরণ করেছেন। এরমধ্যেও আপনারা (কর্মকর্তারা) মামলা করছেন, অপরাধীদের গ্রেপ্তার করছেন, অভিযোগ সংশ্লিষ্টদের তলব করছেন, জিজ্ঞাসাবাদ করছেন। এটা আপনাদের কৃতিত্ব। সবাই স্বাস্থ্যবিধি মেনে দায়িত্ব পালন করবেন। প্রয়োজনে বাসায় বসে অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম পরিচালনা করবেন।

ইকবাল মাহমুদ বলেন, ২০১৯ সালে কমিশনের ১১টি মানিলন্ডারিং মামলার ১১টিতেই অপরাধীদের সাজা হয়েছে। ২০১৮ সালেও শতভাগ মামলায় সাজা হয়েছিল। এককভাবে যখন দুদক মানিলন্ডারিং মামলা করতো তখন অসংখ্য মামলা দায়ের হয়েছে। অসংখ্য অপরাধীর শাস্তি হয়েছে।

চেয়ারম্যান বলেন, দেশের অর্থপাচার বন্ধ করতে হলে দ্রুততর সময়ে অর্থপাচারকারীদের বিরুদ্ধে মামলা করে অপরাধলব্ধ সম্পদ উদ্ধার করতে হবে। এক্ষেত্রে বিএফআইউ, সিআইডি, জাতীয় রাজস্ববোর্ডসহ অন্যান্য সংস্থার মধ্যে নিবিড় সমন্বয় থাকতে হবে।

সভায় অন্যান্যের মধ্যে দুদক সচিব মুহাম্মদ দিলোয়র বখত, মহাপরিচালক আ ন ম আল ফিরোজ, মো. মফিজুর রহমান ভূঞা, মো. জহির রায়হান, মো. রেজানুর রহমান, সাঈদ মাহবুব খান ও মো. জাকির হোসেন প্রমুখ বক্তব্য দেন।

আরও খবর

Sponsered content

Powered by