বাংলাদেশ

ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে সন্ধ্যায় শপথ নিচ্ছেন সাংসদ ফরিদুল হক

  প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২০ , ১:২১:২৬ প্রিন্ট সংস্করণ

ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে আজ মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল। করোনাভাইরাস পরিস্থিতির কারণে সীমিত পরিসরে শপথ অনুষ্ঠান হবে। মন্ত্রিপরিষদ বিভাগ সকালে এ তথ্য জানিয়েছে।

ফরিদুল হক খান দুলাল জানিয়েছেন, ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে বঙ্গভবনে শপথ নেওয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আজ সকালে ফোন পেয়েছেন তিনি।

এদিকে আজ সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘ধর্ম মন্ত্রণালয়ে একজন প্রতিমন্ত্রী দেওয়া হয়েছে। তিনি একজন ভালো লোক। জামালপুরের ইসলামপুরের সংসদ সদস্যকে ধর্ম প্রতিমন্ত্রী করা হয়েছে। আজ সন্ধ্যায় তাঁর শপথ অনুষ্ঠান হবে।’

ধর্ম প্রতিমন্ত্রী থাকা অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে গত ১৩ জুন মারা যান শেখ মো. আব্দুল্লাহর। তিনি টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী ছিলেন। তাঁর মৃত্যুর পর থেকে পদটি খালি রয়েছে।

ফরিদুল হক খান দুলাল জামালপুর-২ আসন থেকে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদে নির্বাচিত সদস্য। তিনি ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

আরও খবর

Sponsered content

Powered by