বরিশাল

নলছিটিতে সরকারি বিধি নিষেধ অমান্য করায় অর্থদন্ড প্রদান

  প্রতিনিধি ২৯ জুন ২০২০ , ৭:৪০:৫২ প্রিন্ট সংস্করণ

নলছিটিতে সরকারি বিধি নিষেধ অমান্য করায় অর্থদন্ড প্রদান

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বিভিন্ন স্থানে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার তদারকি মনিটরিং করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত হোসেন। সোমবার সকালে এ কার্যক্রম চলে।
তিনি এ সময় কাচাঁ বাজারের ক্রেতা ও ব্যবসায়ীদের কাছ থেকে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম সম্পর্কে  খোঁজ খবর নেন। পাইকারি বাজারের সাথে মিল রেখে পণ্যের দাম রাখতে ব্যবসায়ীদের হুশিয়ারী করে।
এছাড়া মুরগির বর্জ্য যেখানে সেখানে ফেলা বন্ধ করেতে দির্মেশের পাশাপাশি মুদি দোকানে মূল্য তালিকা প্রদর্শনের জন্য নির্দেশনা দেন।
সরকারি বিধি নিষেধ অমান্য করায় ৩ জনের বিরুদ্ধে ৩টি মামলা দায়েরসহ অর্থ দন্ড দেন।