বাংলাদেশ

নিউমার্কেটে সাংবাদিকদের ওপর হামলায় বিচার দাবি ঢাকসাসের

  প্রতিনিধি ২১ এপ্রিল ২০২২ , ৬:১৬:৩৪ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

নিউমার্কেটে ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষের সংবাদ সংগ্রহের সময় বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার শাহেদ শফিকসহ সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি (ঢাকসাস)।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে ঢাকা কলেজের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।

গত ১৯ এপ্রিল নিউমার্কেট সংঘর্ষে পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হন বেশ কয়েকজন সাংবাদিক। তারা হলেন- বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার ও ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ডুরা) সাধারণ সম্পাদক শাহেদ শফিক, আজকের পত্রিকার রিপোর্টার আল আমিন রাজু, ডেইলি স্টারের আলোকচিত্রী প্রবীর দাস, ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার জসীম উদ্দীন মাহি, মাল্টিমিডিয়া রিপোর্টার ইকলাচুর রহমান, দীপ্ত টিভির রিপোর্টার আসিফ সুমিত, এসএ টিভির রিপোর্টার তুহিন, ক্যামেরাপারসন কবির হোসেন, আরটিভির ক্যামেরাপারসন সুমন দে ও মাই টিভির রিপোর্টার ড্যানি।

ঢাকসাসের সাধারণ সম্পাদক আবদুল হাকিম বলেন, মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় এ সংঘর্ষ চলাকালে খবর সংগ্রহের সময় হামলায় অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন।

সভাপতি এ জেড ভূইয়া আনাস বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা যারা চালায় তারা দেশ, জাতি ও সরকারের শত্রু। দায়ীদের বিচারের মুখোমুখি করতে হবে।

IMG_20220421_162346

সাবেক সভাপতি নাজমুস সাকিব বলেন, বিচার হচ্ছে না বলেই হামলা হচ্ছে। অবিলম্বে হামলাকারীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

সাবেক সভাপতি বিল্লাল হোসেন সাগর বলেন, নিউমার্কেট সংঘর্ষে যে সকল সাংবাদিক আহত হয়েছেন, ফুটেজ দেখে সেই হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

সাবেক সহসভাপতি ও বাংলাভিশনের রিপোর্টার কেফায়েত শাকিল বলেন, নিউমার্কেটে গত তিন দিনে অন্তত ২০ জন সাংবাদিক আহত হয়েছেন। গতরাতে দুই পক্ষ আলোচনা করে সমঝোতায় এসেছেন। দোকানও খুলেছে। কিন্তু এতজন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কারও পদক্ষেপ দেখা যায়নি। আমরা দেখেছি পুলিশের সামনেই আমাদের সহকর্মীদের ওপর আঘাত হয়েছে।

এছাড়াও মানববন্ধনে অংশ নেয় ঢাকা কলেজ সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক দেলাওয়ার হোসাইন দোলন, দফতর, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওবাইদুর সাঈদসহ কার্যনির্বহী সদস্য আব্দুল কাইয়ুম ও সাধারণ সদস্যরা।

আরও খবর

Sponsered content

Powered by