ঢাকা

বিদেশী আদলে হবে গোপালগঞ্জ পৌরসভা: মেয়র প্রার্থী শেখ রকিব হোসেন

  প্রতিনিধি ১১ জুন ২০২২ , ৮:০৭:০৯ প্রিন্ট সংস্করণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এম, বদরুদ্দোজা বদরের সভাপতিত্বে জেলার সকল মুক্তিযোদ্ধারা এক হয়ে আসন্ন গোপালগঞ্জ পৌরসভায় মেয়রপ্রার্থী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চাচা শেখ রকিব হোসেনকে পূর্ণসমর্থন জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আ. লীগের মাহাবুব আলী খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গোপালগঞ্জ জেলা শাখার সাবেক কমান্ডার এম বদরুদ্দোজা বদর বলেন, “দেশ স্বাধীন হওয়ার পরে কোন সরকারই মুক্তিযোদ্ধাদের সঠিক মুল্যায়ন করেনি। বঙ্গবন্ধু কন্যা  শেখ হাসিনা ক্ষমতায় এসে সকল মুক্তিযোদ্ধাদের পূর্ণমর্যাদা সহ আমাদের বেতন ও ভাতার ব্যবস্থা করে দিয়েছে। মুক্তিযোদ্ধাদের দেশের শ্রেষ্ঠ সন্তান হিসাবে স্বীকৃতি দিয়েছেন। আমরা সকল মুক্তিযোদ্ধারা তার প্রতি সন্মান রেখে শেখ রকিব হোসেনকে সমর্থন করলাম ও সকলকে রকিব ভাইয়ের নারকেল গাছ মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানাচ্ছি”

গোপালগঞ্জ পৌর সভার মেয়রপ্রার্থী শেখ রকিব হোসেন সকলের উদ্দেশ্যে বলেন, যদি আমি আপনাদের মূল্যবান ভোট মেয়র হতে পারি তাহলে মুক্তিযোদ্ধাদের কোন অসন্মান হতে দেব না। কোন মুক্তিযোদ্ধা বিপদে পড়লে বা আমার কাছে আসলে আমি তাদের সমস্যা সমাধান করবো।

তিনি গোপালগঞ্জ পৌর বাসীর উদ্দ্যেশে আরও বলেন, আমি যদি মেয়র হতে পারি তাহলে গোপালগঞ্জ হবে বিদেশ।

উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, এস, কে আকরাম, বীর মুক্তিযোদ্ধা মো. আমজাদ হোসেন, মো. আকবর হোসেন শেখ, মীর আলী আকবর হোসেন, আবুল খায়ের, খান আবুল বশার, শাখাওয়াত হোসেন মোল্লা, ইদ্রিস হোসেন, মো. মতিয়ার রহমান সহ আরো অনেকে।

আরও খবর

Sponsered content

Powered by