বাংলাদেশ

নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে শিল্প-কারখানা

  প্রতিনিধি ৩০ জুন ২০২১ , ৬:২০:২৬ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশে সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধি-নিষেধ আরোপ করেছে সরকার। আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত এ বিধি-নিষেধের প্রজ্ঞাপন জারি করা হয়। এতে ২১টি নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসসমূহ বন্ধ থাকলেও শিল্প-কারখানাসমূহ চালু থাকবে। প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক নিজস্ব ব্যবস্থাপনায় শিল্প-কারখানা চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিল্প-কারখানাসমূহ স্বাস্থ্য বিধি অনুসরণপূর্বক নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে। পণ্য পরিবহনে নিয়ােজিত ট্রাক, লরি, কাভার্ড ভ্যান, কার্গো ভেসেল বিধিনিষেধের বাইরে থাকবে।

এছাড়াও কাঁচাবাজার এবং নিত্য প্রয়ােজনীয় দ্রব্যাদি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করা যাবে। সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠন, বাজার কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসনকে বিষয়টি নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by