রংপুর

পঞ্চগড়ে পৌর মার্কেট নির্মাণ কাজের উদ্বোধন

  প্রতিনিধি ১৩ জুন ২০২১ , ৮:৩৪:৫৭ প্রিন্ট সংস্করণ

পঞ্চগড় প্রতিনিধি :

রোববার দুপুরে পঞ্চগড় পৌরসভার ছয় তলাবিশিষ্ট মার্কেট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান মার্কেট নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন। পৌর মেয়র জাকিয়া খাতুনের সভাপতিত্বে পৌর চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট আবু বকর ছিদ্দিক, কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ শফিকুল ইসলাম, প্যানেল মেয়র-২ আশরাফুল আলম, সংরক্ষিত কাউন্সিলর এলিনা আকতার ও ঠিকাদার আব্দুল হান্নান শেখ বক্তব্য দেন।

পৌরসভা সূত্রে জানা গেছে, তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নীতকরণ প্রকল্পের আওতায় ছয়তলা বিশিষ্ট আধুনিক এই পৌর মার্কেট নির্মাণে ১২ কোটি টাকা ব্যয় হবে। আগামী বছরের জুন মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে।

 

আরও খবর

Sponsered content