চট্টগ্রাম

আখাউড়া-আগরতলা সড়কের আখাউড়া অংশে নকশা পরিবর্তনের দাবীতে মানববন্ধন

  প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২০ , ২:২৩:১৪ প্রিন্ট সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-আগরতলা প্রস্তাবিত ফোরলেন সড়কের আখাউড়া অংশে নকশা কিছুটা পরিবর্তনের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ সোমবার সকালে আখাউড়া-আগরতলার সড়কের গাজির বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন এডভোকেট আকসির এম চৌধুরী , শামসুল ইসলাম , কুদ্দুস চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন বলেন, প্রস্তাবিত সড়কটি মোগড়া ইউনিয়নের তুলাবাড়ী থেকে সোজা না নিয়ে আকাবাকা করে নেয়া হয়েছে। বর্তমান নকশা অনুযায়ী সড়কের কাজ করা হলে দক্ষিণ ইউনিয়নের ৩টি মসজিদ, ৩টি মার্কেট, ৭টি কবর স্থান ও ৩ টি ঈদগাহ চারলেন সড়কে বিলিন হয়ে যাবে। ক্ষতিগ্রস্থ হবে দক্ষিণ ইউনিয়নের বঙ্গের চর, সাতপাড়া, দ্বিজয়পুর, আনন্দপুর, রহিমপুর, বীরচন্দ্রপুর, সাহেবনগর আংশিক গ্রামের কয়েক হাজার মানুষ ।

তারা দাবী করেন সামন্য পিছিয়ে নিয়ে নকশাটি পরিবর্তন করা হলে সরকারের কোটি কোটি টাকা সাশ্রয় হবে। বেঁচে যাবে কয়েক হাজার জনগনের মার্কেট সহ ধর্মীয় স্থাপনা। মানববন্ধনে সাত গ্রামের কয়েকশত গ্রামবাসী অংশ গ্রহন করেন।পরে দাবি সম্বলিত একটি স্মারকলিপি আখাউড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে দেয়া হয়।

আরও খবর

Sponsered content

Powered by