দেশজুড়ে

পদ্মা সেতু উদ্বোধন: মিরসরাইয়ে বিভিন্ন কর্মসূচী পালিত

  প্রতিনিধি ২৫ জুন ২০২২ , ৭:৪৪:৪৯ প্রিন্ট সংস্করণ

 

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :

দেশের ঐতিহাসিক স্থাপনা পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মিরসরাইয়ে প্রশাসনিক ও রাজনৈতিক ভাবে আনন্দর‌্যালী, সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার (২৫ জুন) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পদ্মা সেতু উদ্বোধনের অনুষ্ঠান দেখানো হয়। এছাড়া উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, বারৈয়ারহাট পৌরসভা, করের হাট ইউনিয়ন পরিষদ, মিরসরাই থানা, জোরারগঞ্জ থানার উদ্যোগে আনন্দ র‌্যালী করা হয়।

উপজেলা সহ বিভিন্ন কর্মসূচীতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, সহকারি পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) লাবিব আবদুল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহমেদ, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূর হোসেন মামুন, মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল ভূঁইয়াসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

পদ্মা সেতু উদ্বোধনের অনুষ্ঠান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে দেখানোর ব্যবস্থা করা হয়।

আরও খবর

Sponsered content