খুলনা

পাইগাছায় ঈদ-উল আজহা কেনা কাটায় ব্যস্ত পার করছেন ক্রেতারা

  প্রতিনিধি ২৭ জুন ২০২৩ , ৫:১৩:২১ প্রিন্ট সংস্করণ

পাইগাছা  (খুলনা) প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল আজহা ১দিন পর মহান  আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে উদযাপন করবেন পবিত্র ঈদ-আজহা। মুসলিম জাতির বছরে ২টি ঈদ আনন্দ হয়ে থাকে।মুসলিম জাতির  প্রাণ প্রিয় জিনিস আল্লাহর সন্তুষ্টির লাভের জন্য  এই দিন সারাদেশে লক্ষ লক্ষ পছন্দের  গরু, মহিষ, ছাগল, দুম্বা, ভেড়া, কোরবানির মধ্য দিয়ে পত্রি ঈদ উদযাপন করবেন মুসলিম উম্ম। পাইকগাছায় পবিত্র ঈদ-উল ফিতরে তুলনায় ঈদ-উল আযহা  ঈদ উদযাপন লক্ষে ছিট কাপড় বিতান,  কাপড়ের পর্টি,খোলা বাজারে ক্রেতাদের কেনা বেচা ভীড় তেমন নয়। বাজার ঘুরে দেখাযায়। পাইকগাছা প্রাণকেন্দ্রের  সিট কাপড়ের বিতাণ গুলিতে ক্রেতাদের তেমন ভীড় চোঁখে পড়ে না, প্রতিদিনের ন্যায় ক্রেতাদের আনাগোনা।কিছুটা বাজারের ভীতর কাপড়ের পর্টিতে কিছুটা ক্রেতাদের ভীড় লক্ষ করা যাচ্ছে, তবে বেসির ভাগ ক্রেতা তাদের  বাচ্চাদের পোষাক কেনা কাটায় ভীড় করছে কাপড়ের পর্টিতে। মোছাঃ রহিমা বেগম বলেন, আমি রমজানের ঈদে কেনা কাটা বেসি করেছি,পরিবারের জন্য তেমন কিছু প্রয়োজন না থাকলে ও,ঈদের সময় বাচ্চাদের নতুন পোষাক না দিলে  অভিভাবকের মন ভালো লাগে না,তাই বাজার আশা।ফজলু ক্লাথ স্বত্বাধিকারী বলেন, ঈদ-উল ফিতরের ঈদে থ্রি-পিস সিট কাপড় ও বিভিন্ন ধরনের কাপড় ভালোই কেনা বেচা হয়,এ ঈদে মানুষ কেনাকাটা কম করেন,বর্তমান দ্রব্যমূল বৃদ্ধি  কারনে বিশেষ প্রয়োজন ছাড়া ক্রেতারা পোষাক ক্রয় করছে না।একাধিক ব্যবসায়ী একই সুরে কথা বলেন এ প্রতিনিধির সাথে। আল মোদিনা মার্কেট সার্নমুন টেলার্স মালিক  শেখ  মাসুদুর রহমান  বলেন রমজানের ঈদে পর্যাপ্ত পরিমান পাঞ্জাবি শার্ট প্যান্ট ফতোয়া অডার পাই , কয়েকজন কারিগর দ্বারা কাজ করতে হয়।ঈদের সময় সাভাবিক ভাবে কাজ করছি।

আরও খবর

Sponsered content

Powered by