আন্তর্জাতিক

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী করোনায় আক্রান্ত

  প্রতিনিধি ৪ জুলাই ২০২০ , ১:১০:৪৬ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল শুক্রবার তিনি নিজেই টুইট করে করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি লিখেছেন, আমার হালকা জ্বর ছিল এবং আমি তাৎক্ষণিকভাবে বাড়িতে কোয়ারেন্টিনে চলে যাই। পরে পরীক্ষায় আমার করোনা পজিটিভ এসেছে। খবর সিজিটিএনের।

তবে তিনি সুস্থ অনুভব করছেন এবং বাড়ি থেকে কাজ চালিয়ে যাবেন। কিন্তু তিনি কীভাবে করোনায় আক্রান্ত হলেন তা পরিষ্কার নয়। তিনি নিয়মিতভাবে মিটিং করে যাচ্ছিলেন। এমনকি নিজের হোমটাউনেও গিয়েছেন এবং স্থানীয়দের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

গত কয়েক দিনে পার্লামেন্টে পাকিস্তানি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন কুরেশি। গত বুধবার মন্ত্রিসভার বৈঠকেও যোগ দেন। এছাড়া বুধবার আফগানিস্তান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি জালমে খলিলজাদের সঙ্গেও ইসলামাবাদে বৈঠক করেন কুরেশি। এসব বৈঠকের ছবিতে দেখা যায়- কুরেশি এবং অন্যান্যরা মুখে মাস্ক পরে আছে।

আরও খবর

Sponsered content

Powered by