বরিশাল

পাথরঘাটায় শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

  প্রতিনিধি ৩০ জুলাই ২০২২ , ৭:৪৫:১৭ প্রিন্ট সংস্করণ

সাকিল আহমেদ, পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় ইভটিজিং এর প্রতিবাদ করায় তরিকুল ও রানা নামের দুই স্কুল ছাত্রকে স্কুল থেকে ডেকে নিয়ে বেদম মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় বেল্লাল, সুমন গাজী, তন্ময় গাজী সহ বেশ কয়েকজন বখাটের বিরুদ্ধে।

স্কুল থেকে শিক্ষার্থীদের ডেকে নিয়ে মারধরের প্রতিবাদে শনিবার বেলা সাড়ে বারোটার দিকে বিদ্যালয়ের সামনের স্থানীয় রুহিতা বাজারে শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করে। এতে স্থানীয় দুই ইউপি সদস্য, শিক্ষক, অভিভাবক সহ স্থানীয়রা অংশগ্রহণ করেন।

এর আগে গত বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার সদর ইউনিয়নের রুহিতা মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধর করে বখাটেরা।

শিক্ষার্থীরা জানান, স্থানীয় বেল্লাল, সুমন গাজী ও তন্ময় গাজীসহ বেশকিছু বখাটে ছেলেরা দীর্ঘদিন ধরে ছাত্রীদের সঙ্গে অশোভন আচারণ, অকারণে মুঠোফোনে ছবিতোলা, পথরোধ করা সহ বিভিন্ন ধরনের উৎপাত করতো। এ নিয়ে শিক্ষকদের কাছে বিচার দিলে তারা তাদেরকে ধমক দিলেও কোন কাজ হতো না।

এসএসসি পরীক্ষার্থী হামিদা আক্তার জানান, পুকুর ঘাটে, বাথরুমে যাওয়ার পথে বাধাসহ না ভাবে বিরক্ত করে আসছিল স্থানীয় কিছু বখাটে। যা আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী তরিকুল ইসলাম ও রানা সহ বেশ কয়েকজন প্রতিবাদ করে। এর রেশ ধরে বৃহস্পতিবার ক্লাস চলাকালীন তরিকুল ও রানাকে বখাটে বিল্লাল সুমন ও তন্ময় নামের ৩ বখাটে তুলে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী দশম শ্রেণীর শিক্ষার্থী ইসরাত জাহান রিমি ভোরের দর্পনকে জানান, আমাদের সহপাঠীদেরকে বখাটেদের মারধরের ঘটনা দেখে দৌড়ে গিয়ে স্যারদের কাছে জানাই। পরে স্যাররা এগিয়ে আসলে বখাটেরা দৌড়ে পালিয়ে যায়।

মানববন্ধনে উপস্থিত হয়ে পাথরঘাটা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্য জয়নাব বেগম ভোরের দর্পনকে বলেন, ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যদি বকাটেরা মারধর করতে সাহস পায় তাহলে আমাদের সন্তানরা স্কুলগামী হবে কিভাবে? আমরা এই ইভটিজিং কারীদের যথাযথ বিচার দাবি করছি।

রুহিতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কুমার বেপারী বলেন, ওরা ক্লাস শুরু হওয়ার একঘন্টা আগে বিদ্যালয়ের আশেপাশে পুকুর ঘাটে, বাথরুমের সামনে, স্কুল ভবনের নিচ তলায় অযথা ঘোরাফেরা করে। তাদের অভিভাবক এর কাছে আমরা বেশ কবার জানিয়েছি কিন্তু কোন নিষ্কৃতি পাইনি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাবেন বলে জানান তিনি।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার ভোরের দর্পনকে জানান, আমাদের কাছে কেউ এমন কোন অভিযোগ করেনি। আমি নিজে থেকেই প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করে বখাটেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর

Sponsered content

Powered by