ঢাকা

পুরোপুরি শান্ত শিল্পাঞ্চল আশুলিয়া; সতর্ক অবস্থানে প্রশাসন

  প্রতিনিধি ২৫ সেপ্টেম্বর ২০২৪ , ৬:২৫:৩৪ প্রিন্ট সংস্করণ

পুরোপুরি শান্ত শিল্পাঞ্চল আশুলিয়া; সতর্ক অবস্থানে প্রশাসন

শ্রমিকদের ১৮দফা দাবী সরকার ও মালিক পক্ষ মেনে নেয়ায় পুরোপুরিভাবে শান্ত  হয়েছে ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়া। শিল্পাঞ্চলের ১৪টি কারখানা বাদে সবগুলোই খোলা রয়েছে এবং শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন। তবে একটি পোশাক কারখানায় কর্মবিরতি  অয়াকন করেছে শ্রমিকরা। এদিকে, সকল প্রকার অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। 

বুধবার শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন স্থানে ঘুরে জিরানী বাজার, গোহাইলবাড়ি, কবিরপুর, বাড়ইপাড়া, পল্লীবিদ্যুৎ, বাইপাইল, জামগড়া, ছয়তলা, সরকার মার্কেট, নরসিংহপুর, নিশ্চিন্তপুর, ঘোষবাগ ও জিরাবো এলাকার শিল্প কারখানাগুলোতে শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন। 

শিল্প পুলিশ জানায়, শ্রমিকদের ১৮ দফা দবী মেনে নেয়ার পর সকাল থেকেই পোশাক শ্রমিকরা কাজে যোগ  দিয়েছেন। নরসিংহপুরে হা-মীম গ্রুপ, শারমিন গ্রুপ, নাসাসহ অনেকগুলো বন্ধ কারখানাতে উৎপাদন শুরু করেছে কর্তৃপক্ষ। তবে বেশ কয়েকটি পোশাক কারখানায় কর্মপরিবেশ পর্যবেক্ষণের জন্য বন্ধ রয়েছে। এছাড়া নিট ওয়্যার নামে একটি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিলেও পরে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করে।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, সকাল থেকেই শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। ১৪ টি পোশাক কারখানার এখনও ১৩(১) ধারায় বন্ধ রয়েছে। হয়তো ওই পোশাক কারখানাগুলো কর্মপরিবেশ দেখে খুলে দেবে। এছাড়া একটি পোশাক কারখানায় শ্রমিকরা কর্মবিরতি পালন করছে, তাদের সঙ্গে মালিকপক্ষ আলোচনা করবে। তিনি আরও বলেন, শিল্পাঞ্চলের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এছাড়া শিল্প কারখানার নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও সেনাবাহিনী টহল অব্যাহত রয়েছে।

আরও খবর

Sponsered content