Uncategorized

খানসামায় বিদ্যালয়ের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন

  প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২১ , ৭:১৫:১৭ প্রিন্ট সংস্করণ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের খানসামা উপজেলার সহজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কায়েমপুর উচ্চ বিদ্যালয়ের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আগ্রা মৈত্রী উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নে প্রায় ৭৮ লাখ টাকা ব্যয়ে সহজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৪তলা ভীত বিশিষ্ট ১ তলা ভবন এবং দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৮৫ লাখ টাকা ব্যয়ে খামারপাড়া ইউনিয়নের কায়েমপুর উচ্চ বিদ্যালয়ের ৪তলা ভীত বিশিষ্ট ১তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ৮১ লাখ টাকা ব্যয়ে ভাবকি ইউনিয়নের আগ্রা মৈত্রী উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত ভবনের ভিডিও কনফারেন্সে উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী আ. আউয়াল, উপজেলা প্রকৌশল কর্মকর্তা হারুন-অর-রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান হাফিজ সরকার, খামারপাড়া ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু, ভাবকি ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক জাকারিয়া চৌধুরী প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by