বাংলাদেশ

পুলিশে যারা অন্যায় করছে তাদেরও শাস্তি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  প্রতিনিধি ১৩ আগস্ট ২০২১ , ৫:৪১:১৩ প্রিন্ট সংস্করণ

আসাদুজ্জামান খাঁন কামাল। ফাইল ছবি

  পুলিশ বাহিনীর দু-একজন সদস্য অন্যায় করতে পারে। আইন অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে। যারা অন্যায় করছে এখন, তাদেরও শাস্তি হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।

আজ শুক্রবার ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসপির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেছেন।

এর আগে মোক্তার হোসেন নামে এক পুলিশ সুপারের (এসপি) বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন এক নারী পুলিশ পরিদর্শক।

গত বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এ মামলার আবেদন করেন ওই নারী পুলিশ পরিদর্শক। এরপর শুনানি শেষে উত্তরা (পূর্ব) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বাদীর অভিযোগ এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন ট্রাইবুনালের বিচারক কামরুন নাহার।

আরও খবর

Sponsered content

Powered by